শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিগত সরকার দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেছিল, তার ছবি পর্যন্ত ছাপতে দিতো না। এখন পাশের দেশে বসে ঘসেটি বেগম এবং তার ছেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। দেশে তাদের (শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়) বক্তব্য প্রচারণা বন্ধ করতে হবে। দেশের মানুষ আর তাদের বক্তব্য শুনতে চায় না। তাদের ছবিও দেখতে চায় না।’
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার সময় বিরোধিতার জন্য জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে। এখন দ্বিতীয় স্বাধীনতার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ২০০ ৮সাল থেকে চারবার বিনা ভোটে সারাদেশে এমপি বানিয়েছিল। তারা কখনো নিরপেক্ষ নির্বাচন দেয়নি। বিএনপি গত ১৫ বছর থেকে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। বিএনপিকে কোথাও স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কোনো প্রোগ্রাম করতে দেয়নি আওয়ামী লীগ। হামলা মামলা দিয়ে নাজেহাল করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত-স্বাধীন।’
দুলু এসব বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, বিএনপি নেতা বাবুল চৌধুরী, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।