জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা।
শনিবার ঝটিকা মিছিলটি শ্যামলী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শিশু মেলার সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুলিশ আসার আগেই বিক্ষোভ মিছিলটি শেষ করে সরে পড়েন সমাবেশকারীরা। কাউকে আটক বা গ্রেপ্তারের পাওয়া যায়নি।
মহানগর উত্তর জামায়াতে সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার লাগামহীন দুর্নীতি ও লুটপাট অব্যাহত রাখাতেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বাড়িয়েছে। সরকার অতীতেও বিদ্যুৎ ঘাটতির অজুহাতে রেন্টাল, কুইক রেন্টালের নামে ৭০ হাজার কোটি টাকা গচ্চা দিয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। চীন, জাপানে চাহিদা কমেছে। এই সময়ে ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে মজলিশে শূরার লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান ও ডাঃ ফখরুদ্দিন মানিক প্রমুখ।
এদিকে পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম ৬ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন।
এতে বলা বলা হয়, জণগনের স্বার্থ উপেক্ষা করে সরকার একতরফাভাবে দাম বাড়িয়ে দিয়েছে। এমনিতেই নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘাঁ।