টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আজকে দ্রব্যমূল্য শ্বাসরোধকর অবস্থায় চলে গেছে। জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।
সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘মুক্তি কোন পথে, কতদূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, আমরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণতি করতে ঘোষণা দিয়ে বলছি, এক কোটি লোককে টিসিবির খাবার দেবো। এটা একটা ভুল সিদ্ধান্ত।’
তিনি বলেন, আজকে বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে। আপনিও (প্রধানমন্ত্রী) নিশ্চয় দ্রব্যমূল্য কমাতে চান, পারছেন না। এটা আপনার ব্যর্থতা। সেখানে তাদের আক্রমণ করছেন। এটা ভুল কাজ। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনী মিলিতভাবে বিরোধীদলকে আক্রমণ করছে। এসব করে কখনও টিকে থাকা যাবে না।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।