১১ই জানুয়ারি নয়াপল্টনে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আজ সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, বিএনপির অবস্থান কর্মসূচি পালনে বাধা নেই। আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেছি।
এর আগে পূর্ব ঘোষিত গণঅবস্থান কর্মসূচি অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। দুই সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।