জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘খালেদা জিয়া অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে তিনি কখনো মাথা নত করেননি অবৈধ সরকারের কাছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আওয়ামী লীগ সরকার অনিয়ম-দুর্নীতি, জুলুমে সীমা লঙ্ঘন করেছে। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে। তারপরই নিভে যায়। সরকারের অবস্থাও এমন হবে।’
আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক মতবিনিময় সভার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশের নারী সমাজ নিরাপদে থাকে। কিন্তু বর্তমান সরকারের প্রধান শত্রু এ দেশের নারী সমাজ। আপনারা দেখেছেন, কীভাবে সরকারের দোসররা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, বাবার সামনে মেয়ের ইজ্জতহানি করেছে। নারীদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, জনগণের অধিকার হরণ করেছে।’
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে অংশ নিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেত্রী স্বামীকে হারিয়েছেন, ছেলেকে বিসর্জন দিয়েছেন। তাই আসুন সবাই মিলে নেত্রীর মুক্তির সংগ্রামে যোগ দিন। কারণ, আমরা কেউ ভালো নেই। দেশকে ভালোবাসলে, দলকে ভালোবাসলে নিজেদের মধ্যে হানাহানি না করে শক্তিশালী সংগঠন প্রস্তুত করতে সবাই মিলে কাজ করুন।’
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। মতবিনিময় সভার প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. সুলতানা আহমেদ।
রাজশাহী বিভাগীয় জাতীয়তাবাদী মহিলা দলের দল প্রধান জাহান পান্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও সদস্য সচিব রফিকুল ইসলাম।