English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় মেডিক্যাল বোর্ড

- Advertisements -

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় শুক্রবার মেডিক্যাল বোর্ড বৈঠক করেছে। লন্ডন সময় বিকেল সাড়ে ৫টায় এই বৈঠক হয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।

খালেদা জিয়া গত ৮ জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।লন্ডন যাওয়ার পরই হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ডা. মামুন জানান, মেডিক্যাল বোর্ডের বৈঠকে লন্ডন ক্লিনিকের চিকিৎসক ছাড়াও জন হপকিন্স ও বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন।

নাম প্রকাশ না করা শর্তে একজন চিকিৎসক জানান, মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করেছে। এর ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সাংবাদিকরা খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে জানতে চান। জবাবে তিনি তাঁর মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় জর্জরিত খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে আসেন। এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন