English

16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

কাকরাইলে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

- Advertisements -

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ ১৫ থেকে ২০ মিনিট চলে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এদিকে বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইল এলাকার হেয়ার রোডে প্রধান বিচারপতি ও ঢাকা জেলার পুলিশ সুপারের (এসপি) বাসভবনের বিপরীত পাশে দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া কাকরাইল মোড়ে একটি বাসও ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় দুটি নীল পিকআপ ভ্যান আটকে ভাঙচুর চালিয়ে দ্রুতই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঠিক একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হয়ে জানাতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কোন দলের লোকজন এই গাড়িতে ভাঙচুর করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন,‘কাকরাইলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে গাড়িগুলো সরিয়ে নিয়েছি৷’

আজ বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি।

রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজপথ। সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীর প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ইতিমধ্যেই বিএনপির মহাসমাবেশ নেতাকর্মীদের ঢল নেমেছে। লোকারণ্য নয়াপল্টন। অপরদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন নেতাকর্মীরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন