সস্ত্রীক ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর ।
আজ বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন বলে জানান বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
বিমান থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘ওমরাহ করে আসলাম। দেশবাসীর জন্য আল্লাহর ঘরে বসে দোয়া চেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এর বেশি কিছু বলার নেই।’
এর আগে গত ২ মে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে সৌদি আরব যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।