English

18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

একাধিক বিয়ে নিয়ে ট্রলের জবাব দিলেন সোহেল তাজ

- Advertisements -

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সমালোচনা চলছে। তার বিয়ের খবরে যেমন অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি অনেক মানুষ সমালোচনাও করছেন। এবার একাধিক বিয়ে নিয়ে সমালোচনাকারীদের মন্তব্যের জবাব দিলেন সোহেল তাজ।

আজ বৃস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট করেন সোহেল তাজ। পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগতজীবন সম্পর্কে- আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়- ২টি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা

দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াসড নব্য কাওয়া বডিলীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি

বিঃ দ্রঃ

নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি

বিঃ বিঃদ্রঃ

আওয়ামীলীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার’

আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে- আমি কিছুই বলবো না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। ২টি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।’

এই পোস্টের সঙ্গে তিনি দুটি স্ক্রিনশটও যুক্ত করেন, যা তার বিয়ের সংখ্যা নিয়ে চলমান বিতর্ককে জাস্টিফাই করার প্রয়াস বলে ধারণা করা হচ্ছে।

গত রবিবার ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে তারই ফিটনেস সেন্টারের ট্রেইনার শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন ৫৫ বছর বয়সী সোহেল তাজ।

সোহেল তাজের সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউছার বলেন, ‘আমিও বাগদানের সময় উপস্থিত ছিলাম। এ সময় সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, ছেলের বউ, নাতিসহ বন্ধু ও ফিটনেস সেন্টারের সবাই উপস্থিত ছিলেন।’

ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। এ সময় কয়েকজনকে ক্যামেরা নিয়ে ব্যস্ত দেখা যায়। পরে তিনি টেবিল ঘুরে অনেকটা ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে কনের (শিমুর) হাতে আংটি পরিয়ে দেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদ্‌যাপন করেন।

সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে আংটি বদল হলো।

জানা যায়, এটি হবে সোহেল তাজের দ্বিতীয় বিয়ে। তার আগের স্ত্রীর নাম কনকা করিম। সেই সংসারে ছেলে ও নাতি রয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে, সোহেল তাজ এর আগে একাধিকবার বিয়ে করেছেন। কেউ বলছেন, এটি তার দ্বিতীয় বিয়ে, আবার কেউ ছয়বার বিয়ের দাবি করছেন। এ বিষয়টি নিয়েই ফেসবুকে বিতর্ক শুরু হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন