সফররত ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। সোমবার এক অভিনন্দন বার্তায় টাইগার ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় বিরোধী দলীয় এই নেতা বলেন, সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল তাদের শক্তিমত্তা প্রমাণ করেছে।
সিরিজের শুরু থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে নৈপূণ্য দেখিয়েছে তা অসাধারণ। তিনি আশা প্রকাশ করে বলেন, টেষ্ট ক্রিকেটেও বাংলাদেশ দল বিজয়ের এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে।
সফররত ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।