রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে প্রধানমন্ত্রীর অসহিষ্ণু বক্তব্য জাতি ঘৃণাভরে প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি পদ্মা নদীতে কাউকে চুবাতে চান না বলেও মন্তব্য করেন।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পেশাজীবী অধিকার পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূর বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে প্রধানমন্ত্রী যখন অসহিষ্ণু বক্তব্য দেন; তার সেই বক্তব্য সমগ্র জাতি ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এ সময় বর্তমানে রাজনীতি একটা গুণ্ডাপাণ্ডাদের আখড়ায় পরিণত হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নেতা ব্রিগেডিয়ার (অব.) হাবিবুর রহমান হাবিব, ড. বদরুল আলম সিদ্দিকী, অধ্যাপক মালেক ফরাজীসহ পেশাজীবী অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতারা।