English

28 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

আবারও রিহ্যাবে পাঠানো হলো আদম তমিজিকে

- Advertisements -

আলোচিত-সমালোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে মানসিক চিকিৎসার জন্য আবারও রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কথা লিখেছিলেন তমিজি হক। এ কারণে তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তবে তাকে গ্রেপ্তারের পর আচরণ ও কথাবার্তায় তার সুস্থতার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দেয়। তিনি মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।’

তিনি বলেন, ‘তার (তমিজি) এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে তার চিকিৎসা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।’

ডিএমপি ডিবির এ কর্মকর্তা বলেন, ‘মানসিক হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের সামনে তাকে হাজির করা হয়। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন। যা আমরা আদালতে জানাব।’

বোর্ডের সদস্যদের দেওয়া মতামতের বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘তিনি (তমিজি) এখনো মানসিকভাবে সুস্থ নন। তাকে আবারও রিহ্যাবে পাঠাতে হবে। সেখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে।’

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় আদম তমিজি হককে। পরদিন পুলিশ তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে সেন্টারে পাঠায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন