বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক নুরুল হক নুর বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রী কয়েক ঘণ্টায় এমপি আনারের হত্যার তথ্য দিলেন অথচ এক যুগ পার হলেও সাংবাদিক সাগর-রুনি হত্যার তথ্য দিতে পারেন না। তার মানে সরকার হত্যাকারীদের রক্ষা করছে।
তিনি আরো বলেন, ‘সাবেক পুলিশ প্রধান বেনজীরের হাজার কোটি টাকার সম্পদ। সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান, পুলিশ প্রধান কে বানিয়েছে? এ দায় সরকার ও সরকার প্রধান এড়াতে পারে না।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের একজন এমপি চোরাকারবারি ও অবৈধ ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে সব তথ্য সরকার বের করেছে, অথচ সাগর-রুনি হত্যার প্রতিবেদন শতবারের বেশি পিছিয়েছে। সরকার ইচ্ছে করেই সাগর-রুনির হত্যাকারীদের ধরে না। আমরা দেশে প্রতিহিংসা চাই না। আমরা সরকারকে বলব, পদত্যাগ করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করুন, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় দেশে যে সংকট শুরু হয়েছে, তা আরো ঘনীভূত হবে।’