English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

মানুষ সরকারের ভুলে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

- Advertisements -

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঈদের আগে গণপরিবহন বন্ধ রাখা ছিল ভুল সিদ্ধান্ত। এতে মানুষের কষ্ট হয়েছে। সরকার একের পর এক ভুল করছে। তাদের ভুলে মানুষ অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। ঈদের সময় নারীরা ঝুলে ঝুলে বাড়ি যায়, এত বড় অন্যায় কোনোদিন হয়নি। এখন সরকারের উচিত হবে ঢাকায় ফেরা প্রত্যেককে করোনা পরীক্ষার ব্যবস্থা করা। রোববার ফারাক্কা দিবস উপলক্ষে ভার্চুয়াল নাগরিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, গত কয়েকদিন ধরে ফিলিস্তিনে নারী, শিশুসহ মানুষ হত্যা, নির্মমতা, নিষ্ঠুরতা চলছে। আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি। মুসলিম রাষ্ট্রের কেউ কেউ ইহুদিদের নির্মমতায় নীরব। এ সময়ে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের ঝগড়া ভুলে গিয়ে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ালে দাঁতভাঙা জবাব দেওয়া যেত।

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ কানাডা থেকে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, ১৯৭৬ সালে ১৬ মে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের আগে দেশের কোনো রাজনীতিক বা পরিবেশবিদ ফারাক্কার ভয়াবহতা নিয়ে কথা বলেননি।

জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এস আই খান বলেন, ৫৪টি অভিন্ন নদীর মধ্যে ৫২টিতেই ভারত বাঁধ দিয়েছে। আমাদের একটিই পথ খোলা আছে জনমত তৈরি করে আন্তর্জাতিক চাপ দিয়ে ন্যায্য পানি আদায় করে নেওয়া।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, নদীর পানি পাওয়ার অধিকার আমাদের প্রাকৃতিক অধিকার। কিন্তু রাজনৈতিক কারণে আমরা পাচ্ছি না।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ভারত আমাদের বন্ধু হলেও তাদের আচরণ বন্ধুসুলভ নয়।

এতে আরও বক্তব্য দেন, জাতিসংঘের সাবেক অর্থনৈতিক পরিচালক অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম (নিউইয়র্ক), মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান (নিউইয়র্ক), নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্রচিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন