English

25 C
Dhaka
শনিবার, মার্চ ২২, ২০২৫
- Advertisement -

৫ আগস্ট আ. লীগ নিষিদ্ধ হয়ে গেছে, শুধু অফিশিয়াল ঘোষণা বাকি: রাফি

- Advertisements -

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেছেন, কোনোভাবে আবারও রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। আজ শুক্রবার (২১ মার্চ) মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তালাত মাহমুদ রাফি বলেন, ‘৫ আগস্টে ২০০০ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ছাত্র-জনতার উপস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে।

এখন শুধুমাত্র অফিশিয়াল ঘোষণাটা বাকি। আমরা এখনো সেই অপেক্ষায়, কিন্তু যদি কোনোভাবে সেই ঘোষণাটা দেওয়ার বিলম্ব করা হয় তাহলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে। বাংলাদেশের কোনো সিদ্ধান্ত ভারতের প্রেসকিপশনে হবে না। বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কচুক্ষেত থেকে হবে না।
বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাজপথ থেকে। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত দেবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা।’ 
তিনি আরো বলেন, ‘আমরা পরিষ্কারভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলতে চাই- আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে। এই সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে জানাতে হবে।
৫ আগস্টে হাজার-লাখো ছাত্র-জনতার রাজপথে উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব চায় না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না।’ 

বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজার হাজার শহীদের বিনিময়ে ব্যান করতে হবে উল্লেখ করে এই সমন্বয়ক বলেন, ‘যদি তা না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমরা তার অ্যাকশন দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হাজারও শহীদের রক্তের ওপর আপনি দাঁড়িয়ে আছেন, রক্ত নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।

রাফি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছি। কোনো সুশীলতা দেখাতে নয়, আপনারা যত দেরি করছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে তারচেয়ে তাড়াতাড়ি করতেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদের বসানো হয়নি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে নিষিদ্ধ করতে আপনাদের বসানো হয়েছে। প্রিয় সহযোদ্ধা আবারও দেখা হবে রাজপথে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন