তিন দফা দাবি আদায়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রা ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আগামী (সোমবার) ১০ এপ্রিল বিকাল ৩টায় এই কর্মসূচি পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি কর্মসূচির ঘোষণা দেন সোহেল তাজ।
এতে বলা হয়, আগামী ১০ এপিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) অভিমুখে পদযাত্রা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।
সোহেল তাজের ৩ দফা দাবির মধ্যে রয়েছে- ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ার দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে; ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে; জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।
উল্লেখ্য, ৩ দফা দাবি আদায়ে গতবছরও একই দিনে পদযাত্রা কর্মসূচি পালন করেন সোহেল তাজ।