English

20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

৩০০ আসনেই আমরা প্রার্থী দেব: কাদের সিদ্দিকী

- Advertisements -

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, নির্বাচনে কে যাবে, না যাবে, এটা আমার দেখার প্রয়োজন নাই। ধানের শীষ তারা আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না। বিএনপি যখন ছিল না তখন? বাংলাদেশ হয় নাই? বাংলাদেশ না হলে তো বিএনপির জন্মই হতো না। বাংলাদেশ হয়েছিল বলেই বিএনপির জন্ম। সে জন্যই বলি তারা নির্বাচনে না আসলে কিছু যায় আসে না।

সোমবার রাতে টাঙ্গাইলের সখীপুরে শাহ সুফী সামান ফকিরের ওফাত দিবস উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে এ সব কথা বলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘যদি প্রয়োজন হয় আমার গামছা মার্কা বাংলাদেশের ৩০০ আসনেই লড়বে। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। দেখা যাক কত ধানে কত চাল। বার বার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ।’

তিনি আরও বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে তিন-চার হাজার ভোটারের স্বাক্ষর লাগে। কেন লাগে? একজনেরও লাগবে না। এই দেশের যে নাগরিক, সেই ভোটে দাঁড়াতে পারবে। এটা তার সাংবিধানিক অধিকার। এই নির্বাচনে যে খুশি সেই ভোটে দাঁড়াতে পারবে। যাকে খুশি জনগণ তাকেই ভোট দেবে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘ভোটারের ভোট দিতে যেতে হবে। আর ভোটাররা কেন ভোট দিতে যাবে? আপনারা মার্কা দিলেই তো সব চুরি করে নিয়ে যাবেন। ভোটাররা কি করবে? তারা কি আঙুল চুষতে যাবে? ভোট চুরি করতে পারবেন না। যার খুশি, যাকে খুশি তাকেই জনগণ ভোট দেবে।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, পীরজাদা মো. আয়নাল হক প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন