বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর শনিবার রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সব পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচিগুলো সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পর নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে এরই মধ্যে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছে। একইদিন রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। এদিন সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও।