২৭ দিন পর করোনামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তৃতীয়বার পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক মো. আল মামুন। শনিবার তৃতীয়বার করোনা পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। রাতেই ফল নেগেটিভ আসে।
খালেদা জিয়া গত ১১ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা দেন। এই দিন রাতেই পরীক্ষার ফলাফলে দেখা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় তার বাসার আরও ৮ জন কর্মীও করোনায় আক্রান্ত হন। এর ১৪ পর পর গত ২৫ এপ্রিল আবারও নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু তখনো তিনি করোনা পজিটিভই ছিলেন।
গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।