সারা দেশে ১৮ ডিসেম্বর সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম আজ শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
এ টি এম মা’ছুম বিবৃতিতে বলেন, সারা দেশে পুলিশের হামলা, গ্রেপ্তার, জুলুম-নির্যাতন ও একদলীয় নির্বাচনের প্রতিবাদে এ হরতাল ঘোষণা করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করা হবে।
এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।