আগামী ১০ মে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে বিএনপি। পরের দিন ১১ মে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল। দুই দিনের সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (দপ্তরের চলতি দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবীসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে আগামী ১০ মেশুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ ছাড়া আগামী ৮ মে বুধবার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান টুকুসহ গ্রেপ্তার নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ১১ মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।