English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

স্মৃতিসৌধে কথা বলতে বলতে শুয়ে পড়লেন মির্জা ফখরুল, সাভার সিএমএইচে ভর্তি

- Advertisements -

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

সাভার সিএমএইচে তার সঙ্গে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

বিএনপি মহাসচিবের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

পরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান টেলিফোনে জানান, সাভার সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। মহাসচিবের কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচে করা হবে। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন