স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেসবুকে তিনি এ স্ট্যাটাস দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার পৃথিবী ভেঙে পড়ে। তিনি আমাদের পরিবারের মূল ভিত্তি। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।’
তিনি বলেন, ‘তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর আমার মেয়ে দ্রুত ঢাকায় ছুটে আসে। আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে এবং ডা. জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন, কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলোই নয় বরং প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে- এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। তবে, ছয় মাস পর আবার যেতে হবে।’
আমি আপনাদের দোয়া শুভকামনার জন্য কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।