নাসিম রুমি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ থেকে সাকিবের মনোনয়ন ফরম কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন। তিনি দলকে তা বলেছেন। বাংলাদেশের যেকোনো আসন থেকে তিনি মনোনয়ন পেতে পারেন।
শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘প্রতিবেশী দেশে তারকাদের মনোনয়ন দেয়ার রেওয়াজ আছে। সাকিব জনগণের সেবা করবে। তার মনোনয়ন নেয়ার অধিকার আছে।’
নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে করতে গত শনিবার সাকিবের সমর্থনকরা ৩টি আসনে তার জন্য মনোনয়ন ফরম কেনেন। আসনগুলো হলো মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০। গত মঙ্গলবার এসব আসনে মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান সাকিব আল হাসান।
গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যান এই ক্রিকেটার। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় আধা ঘণ্টার মতো বৈঠক করেন তিনি। ধারণা করা হচ্ছে, ঢাকা-১০ আসনে আ. লীগের দলীয় মনোনয়ন পেতে পারেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের নীতিনির্ধাকদের থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।