খুলনা মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তার ঘনিষ্ট যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার জানান, ২০২১ সালের ডিসেম্বরে খুলনা মহানগর নেতা ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম ওই মামলাটি করেছিলেন।
বৃহস্পতিবার খুলনা সাইবার আদালত থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে এ অব্যাহতি দেন। এর আগে এ মামলায় প্রায় প্রতিমাসে আলালকে ঢাকা থেকে খুলনা যেতে হতো হাজিরা দেওয়ার জন্য। তবে এই মামলায় পুলিশ কোন স্বাক্ষী পায়নি, কোন আলামত পায়নি মর্মে এই খালাস দেওয়া হয়।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে তিন শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। দ্বাদশ নির্বাচনের আগে এর মধ্যে একটি মামলায় তাকে তিন বছরের সাজা প্রদান করেন ঢাকার একটি আদালত। এছাড়া বিগত ষোল বছরের বিভিন্ন সময়ে প্রায় ছয় বছর কারাগারে কাটিয়েছেন পরিচ্ছন্ন এই রাজনৈতিক নেতা।