English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই: হানিফ

- Advertisements -

নীতি নৈতিকতাহীন, মানবিক মূল্যবোধহীন জীবন কখনো সুন্দর হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আজ মানুষের মধ্য থেকে সততা, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই।

শুক্রবার শিল্পকলা একাডেমিতে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত শিশু শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মধ্যে নীতি নৈতিকতা নেই।

মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতি নিয়ে ভেবেছেন বলেই আজ আমরা স্বাধীন। তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন