বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, ডাক্তারদের রাজনীতি করার কী দরকার? সবাই রাজনীতি করলে ঘর সামলাবে কে? আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জায়গায় থাকবে, চিকিৎসকরা তাদের জায়গায় থাকবে।
আজ বুধবার সংসদ অধিবেশনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের উদাহরণ টেনে তিনি বলেন, কিছুদিন আগে এ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের সঙ্গে রোগীদের সংঘর্ষ হয়েছে। ডাক্তাররা যদি রোগীদের মারেন, তাহলে তারা কোথায় যাবেন?