বিশ্বের সব শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার বিশ্ব শিক্ষক দিবসে তিনি এই শ্রদ্ধা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ দেওয়া পোস্টে তথ্যমন্ত্রীর স্কুল ও কলেজের দুজন শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করতে দেখা গেছে।
তথ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।
প্রকৃতপক্ষে শিক্ষকরাই মানুষের জীবন গড়ার কারিগর। এর মাধ্যমে তাঁরা জাতি গঠন করেন। আমার জীবনে আমি কিছু অসাধারণ শিক্ষক পেয়েছি। এখানে আমার ইসহাক স্যার—যিনি আমাদের চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন এবং সুমঙ্গল মুত্সুদ্দি স্যার—যিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। আমরা ভাগ্যবান যে তাঁরা এখনো আমাদের সঙ্গে আছেন। ’
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘শিক্ষকতা আমার পেশা আর রাজনীতি ব্রত। ’