আগামীকাল শনিবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক ড. আবু সাইয়িদ, মোকাব্বির খান এমপিসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন হবে বলে গণফোরাম নেতা লতিফুল বারী হামিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আরও উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক ড. আবু সাইয়িদ, মোকাব্বির খান এমপিসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা।