লন্ডনে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার বিকালে পৌঁছান।
হিথ্রো বিমান বন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরুসহ দলের শীর্ষ নেতারা মির্জা ফখরুল ইসলামকে স্বাগত জানান।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি ১১ ডিসেম্বর পর্যন্ত থাকবেন। এর মধ্যে ম্যানচেস্টারে দলীয় সভায় অংশ নেবেন তিনি। লন্ডনে রয়েল রিজেন্সী হলে বিশাল জনসভা করার প্রস্তুতি নেয়া হয়েছে। সেই সভায় বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।