English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেব: ফখরুল

- Advertisements -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন তার আমন্ত্রণ এখনো পাইনি। চিঠি পেলে এটা নিয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।’

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বনানী এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্পণ’ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল নির্বাচন নিয়ে আমরা কোনো আলোচনা করব না। সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সুতরাং আমরা সুনির্দিষ্টভাবে ওই সিদ্ধান্ত নিইনি।’

এ সময় আয়োজক সংগঠনের প্রশংসা করে তিনি বলেন, এক যুগ ধরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্পণ’-এর মাধ্যমে বিথিকা বিনতে হোসাইন স্বৈরাচারী সরকারের হাতে নির্যাতিত, গুম, খুন হওয়া গণতান্ত্রিক কর্মীদের পরিবারগুলোকে সাহায্য করে আসছে অত্যন্ত সাফল্যের সাথে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী কেন্দ্রীয় কৃষক দলের নেতা মো. ইউনুস আলীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন