ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আমি যেখানেই যাচ্ছি, সেখানেই জাফর উল্লাহর সমর্থকরা আমার গাড়ির সামনে লগি-বৈঠা, রামদা নিয়ে মিছিল করছে। আমি কাজী সাহেবকে বলবো, রামদা-লাঠি ভয় পাওয়ার লোক নিক্সন চৌধুরী না। রাজপথে আন্দোলন করে, ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি।’
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ফরিদপুরে কাজী জাফরুল্লাহর গ্রামে ঈগল মার্কার প্রচারণার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুই-চারটা রামদা আর গোটা বিশেক লাঠি নিক্সন চৌধুরী ভয় পায় না। তবে আমি যদি আজকে ডাক দেই, কাজী সাহেব আপনি কালকে বাড়ি থেকে বের হতে পারবেন না। তাই নির্বাচন নির্বাচনের মতো হতে দেন। জয়-পরাজয় তো থাকবেই।
কাজী জাফরুল্লাহকে নিক্সন চৌধুরী বলেন, আপনার ত্রিশ বছরের অপকর্ম, আপনাকে যদি ভোট দেয়; আর আমার দশ বছরের কর্ম, যদি আমাকে ভোট দেয়- দেখেন ভোটাররা কী করেন। এতো অস্থির হয়েছেন কেন চাচা!
ভোটারদের তিনি বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না। দশ বছর ধরে কষ্ট করেছি। উন্নয়ন করেছি। করোনার সময় মানুষের পাশে ছিলাম। আপনাদের পাশে আছি।
তিনি বলেন, ভোট তো আমার হক। ধনীরা না দিলেও গরীব-দুঃখী খেটে খাওয়া মানুষ আমার হক আমাকে দেবেন।
নিক্সন চৌধুরী বলেন, আর যদি আমার গাড়ির সামনে রামদা-লাঠির মিছিল হয়। তাহলে আগুন চলবে। এমন আগুন জলবে। নেভাতে পারবেন না। আমাদের ভদ্রতা, আমাদের দুর্বলতা নয়।