শফিক আহমেদ সাজীব: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার বিষয়টি বিবেচনায় নিয়ে ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আন্দোলন কর্মসূচির তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
২৪ অক্টোবর মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পড়েন সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সচিব সনৎ বড়ুয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, প্রধান সমন্বয়কারী অমরেশ বড়ুয়া চৌধুরী, অর্থ সচিব তাপস বড়ুয়া, কানন চৌধুরী, ভিপি রেবা বড়ুয়া, প্রকৌশল পলাশ বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে প্রবারণা পূর্ণিমার দিন সরকারি ছুটি, ধর্মীয় অনুষ্ঠান ছাড়া ফানুস ওড়ানো বন্ধ করা, গুজব ও সাম্প্রদায়িক উস্কানিদাতাদের নিবৃত করতে রামুসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ ভিক্ষুদের ওপর হামলার বিচার শেষ করার দাবি জানানো হয়।