English

29 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
- Advertisement -

রঙ পাল্টানো আমার স্বভাব নয়: মেয়র আইভী

- Advertisements -

রঙ পাল্টানো আমার স্বভাব নয়। আমার রঙ কালো, কালো মানুষ হিসেবেই আছি। আমি যেমন আছি তেমনই থাকবো। নীতি-আদর্শের বাইরে গিয়ে কোনো কাজ করবো না বলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, মনোনয়ন দিক বা না দিক। কাজ করি আর না করি। এ নারায়ণগঞ্জের পাশে থাকবো। সন্ত্রাসের বিপক্ষে থাকবো। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, আমাকে বার বার জামায়াত-বিএনপি বানানোর চেষ্টা করা হয়েছে। এতে আমার কোনো আপত্তি নেই, বানান। মানুষ জানে আমি কি? এ শহরের মানুষের জন্য কাজ করেছি। আমি নৌকার মানুষ। আমি অবশ্যই দলীয় মনোনয়ন চাইবো। আমাকে যদি দল মনোনীত করে তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে চাই।

এদিন নগরীর আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন