English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

যেকোন দায়িত্বে আজীবন আপোষহীন ছিলেন আকবর আলি খান: গোলাম মোহাম্মদ কাদের

- Advertisements -

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বরেণ্য শিক্ষাবিদ ড. আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এক আদর্শবান মানুষ ছিলেন আকবর আলি খান। নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় আদর্শ রেখে গেছেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেকোন দায়িত্বে আজীবন আপোষহীন ছিলেন আকবর আলি খান। প্রশাসন পরিচালনা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় তিনি ছিলেন অনন্য।

তাঁর মৃত্যুতে দেশের অভিভাবক মহলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। আকবর আলি খানের মৃত্যুতে জাতি এক দেশপ্রেমিক অভিভাবক হারালো।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বরেণ্য শিক্ষাবিদ ড. আকবর আলি খানের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন