English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

মানুষ হাহাকার করছে আর সরকার উৎসবে মেতেছে: রিজভী

- Advertisements -

গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানুষের মধ্যে হাহাকার চলছে আর সরকার উৎসব করছে বলে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী আহমেদ বলেন, গতকাল (রোববার) প্রথম রোজায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিলনা। ধর্মপ্রাণ মুসলমানরা গ্যাস না থাকার কারণে ইফতার তৈরি করতে পারেনি। মানুষের মধ্যে হাহাকার চলছে। এটার মূল কারণ হলো এই সরকার দেশের জনগণ যে কষ্টে আছে তার ভ্রুক্ষেপ করে না। তারা শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। আর দেশে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, পানি সমস্যার কারণে মানুষ হাহাকার করছে।

তিনি বলেন, এই রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা বলতে কোনো জুড়ি নেই। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে।

কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছি। তারাতো আলো পৌঁছে দেয়নি, পৌঁছে দিয়েছে অন্ধকার। তারা গণবিরোধী সরকার বলেই জনগণের কোনো উপকার করতে পারে না। তারা মিথ্যার আশ্রয় নেয়, গুম, খুন, গুপ্ত হত্যার আশ্রয় নেয়।

সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তারা (সরকার) উৎসবে মেতে উঠেছে। বাহিরের দেশ থেকে শিল্পী এনে নাচ-গান করছে যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। আর দেশের জনগণ আধা বেলা খাচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে তার কোনো খোঁজ তারা রাখেনা। এই গণবিরোধী, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সারাদেশের জনগণকে রাস্তায় নামতে হবে।
সংবাদ সম্মেলনে দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন