সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা—সবাই আতঙ্কের মধ্যে দিন পার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচনকে মাটি চাপা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন এরা বিশ্বাস করে না। এদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ সব গণতান্ত্রিক বিশ্ব বলছে, বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে হবে। কিন্তু তারা সেটা কর্ণপাত করছে না। বরং রাষ্ট্রশক্তি ব্যবহার করে নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে।
গত ২৪ ঘণ্টায় বিএনপির ২৫৫ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে রিজভী বলেন, এসময়ে ৭টি মামলায় ৮৭০ জন নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ। এছাড়া কারাগারে এক নেতার মৃত্যু হয়েছে।