English

24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

‘মশার ওষুধ দেন, টাকা আমি দেবো’ কাউন্সিলরকে শামীম ওসমান

- Advertisements -

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ৫ নম্বর ওয়ার্ডে মশার ওষুধ দেন। এ এলাকা রেড জোনে পরিণত হয়েছে। টাকা বা মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেবো।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের মিলাদ ও দোয়ার আয়োজনে এসে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আর কোনো জায়গায় ডেঙ্গুতে এতো আক্রান্ত হয় নাই এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না। যা যা করা দরকার তা করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজুসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন