নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ৫ নম্বর ওয়ার্ডে মশার ওষুধ দেন। এ এলাকা রেড জোনে পরিণত হয়েছে। টাকা বা মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেবো।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের মিলাদ ও দোয়ার আয়োজনে এসে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আর কোনো জায়গায় ডেঙ্গুতে এতো আক্রান্ত হয় নাই এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না। যা যা করা দরকার তা করবেন।