বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার দেশের জনগণকে ভয় দেখিয়ে ঘরে রাখতে চাচ্ছে। আর সাংবাদিকদের ভয় দেখিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এ মানববন্ধন হয়।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সারাজীবন গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি স্বৈরতন্ত্রের পক্ষ নিয়েছে। আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের সংগঠন এ স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।
সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, সহসভাপতি বাছির জামাল, রাশেদুল হক প্রমুখ বক্তব্য দেন।