আজ রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন।
ব্রিফিংয়ে বিএনপির কিছু নেতার নির্বাচন করা প্রসঙ্গে কাদের বলেন, অনেকেই বিএনপির নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে নিজেদের রাজনৈতিক জীবনকে আর ক্ষতিগ্রস্ত করতে চায় না।
সর্বমোট ২৮টি নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি না এলে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে, একতরফা হয়ে যাবে, এটা কেন? এই ২৮টি দল কি বিভিন্ন তরফের না? তারা কি সবাই আওয়ামী লীগ করে? স্বতন্ত্র প্রার্থীর সবাই কি আওয়ামী লীগ করে? এদের মধ্যে বিএনপির যে ভুয়া আন্দলন, সেই আন্দোলন দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।’
ওবায়দুল কাদের আরো বলেন, আজকে সরকারি কর্মচারি কর্মকর্তাদের ‘ট্রান্সফার’ এগুলো কিন্তু আওয়ামী লীগ করছে না, প্রধানমন্ত্রীও করছেন না। এগুলোর সবই নির্বাচন কমিশন করছে।