রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ উল্লেখ করে কর্ডন টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছে পুলিশ।
আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। কার্যালয়ের সামনে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি ইউনিট কাজ করছে। তারা জায়গাটি ঘিরে রেখেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কার্যালয়ের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশে রাখা হয়েছে জলকামান ও প্রিজন ভ্যান। আর কার্যালয়কে ঘেরাও করে রাখা হয়েছে ক্রাইম সিনের ফিতা দিয়ে।
এ বিষয়ে পল্টন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রোহানী সংবাদমাধ্যমকে বলেন, ‘যেহেতু নয়াপল্টন ও আশপাশ এলাকায় অরাজকতা হয়েছে, পুরো অঞ্চলটিকেই ক্রাইম সিন অঞ্চল ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।’