নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, উনারা নির্বাচন দিব, আইজকা গিয়া কালকে গিয়া পরশু শুক্রবার। মনে করতেছে ইলেকশন না দেওয়া লাগে, না না ইলেকশন লাগবো, ফজলুর রহমান যদি জীবিত থাকে তাহলে ইলেকশন লাগবো, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশন দিয়া যাইতে হইবো।
মঙ্গলবার (১ এপ্রিল) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই দেশে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে, আমি মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখবো। রাজাকারের হাতে এই দেশ ছেড়ে দেবো না। আপনারা যদি ভাবেন রাজাকারের সন্তানরা এই দেশ শাসন করবেন, ভুলে যান। আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাবো। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ।
এসময় উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ (জুয়েল) উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং মৃগা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।