সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, মামলা দেওয়া হলে বাংলাদেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা মামুনুল হক।
তিনি বলেছেন, ‘আর যদি আমার কোনো ভাইকে হত্যা করা হয়, আবার যদি গুলি চলে, আর যদি কোনো ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।’
সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রোববার (২৮ মার্চ) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, আজ হেফাজতের হরতাল কর্মসূচি।কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই। তারপরও কেন তাদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে নেমেছে। আমার শান্তিপ্রিয় ভাইদের ওপর পুলিশ-বিজিবি নির্বিচারে গুলি ছুড়েছে। মধুগড়ের বর্ষীয়ান আলেম হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করলো। মনে রাখবেন, এভাবে গুলি করে হেফাজতকে দমানো যাবে না।
এ সময় হেফাজত নেতা জোনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।
এর আগে হরতালের সমর্থনে বায়তুল মোকাররম উত্তরগেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন ঘুরে উত্তর গেটে গিয়ে শেষ হয়।