বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান।
তিনি বলেছেন, ‘আমাদের দেশ আমাদের জনগণ ও রাজনীতিবিদদের সিদ্ধান্তে চলবে। আমরা কোনো দেশের প্রভুত্ব মানব না।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এই সমাবেশ হয়।
মো. ফারুক রহমান ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাবেন না। গত ১৫-১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। হামলা-মামলা, গুম-খুন করেছে। নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরও রেহাই দেয়নি। ছাত্র-জনতার গণআন্দোলনের ওপর গণহত্যা চালিয়েছে। সেই স্বৈরাচারী-গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।