আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িত খুনি ফারুক, মোস্তাক, রশিদসহ স্বাধীনতার পরাজিত শক্তিরা। জিয়াউর রহমান ওই ষড়যন্ত্রে ছিলেন বলেই বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতার বিরোধীদের পুনর্বাসনের দায়িত্ব নেয়। ওরা বাংলাদেশকে ফের পাকিস্তান বানাতে চেয়েছিল। কমিশন গঠন করে কারা কারা ওই ষড়যন্ত্রে জড়িত ছিল, তাদের খুঁজে বের করতে হবে।
রবিবার জেলা পরিষদ হল রুমে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এসময় বিদেশে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তোফায়েল আহমেদ।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি হামিদুল হক বাহালুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা যুবলীগ সভাপতি পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।