English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

পুলিশের বাধার মুখে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ, ধস্তাধস্তিতে আহত কয়েকজন

- Advertisements -

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগকালে বিএনপির সমমনা জোট গণতন্ত্র মঞ্চ পুলিশের বাধার মুখে পড়েছে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জোটের কয়েকজন নেতা রাস্তায় পড়ে গিয়ে আহত হন। মঞ্চের নেতাদের অভিযোগ, পুলিশ অতর্কিত তাদের কর্মসূচিতে হামলা চালিয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠান হয়।

দলের সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন অভিযোগ করেন, সমাবেশ শেষে মিছিল নিয়ে এগোতেই পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা বাধা পেরিয়ে এগোতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকি, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ কয়েকজন আহত হন।

এর আগে সমাবেশে নেতারা বলেন, অবিলম্বে সংবাদ সংসদ ভেঙে দিতে হবে। সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবিধানের ১২৩(৩)এর (খ) অনুযায়ী পরবর্তী ৯০ দিনের নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় দেশকে ভয়াবহ সংকট থেকে উদ্ধার করা যাবে না।

গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার নিন্দা জানানো হয়েছে।

এতে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, সরকার ডামি নির্বাচন সফল করার স্বার্থে এবং বিরোধী দলের আন্দোলন দমনে পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করছে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন