লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না এলডিপি।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
নির্বাচনে অংশ নিতে অনেক প্রলোভন দেয়া হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, একদলীয় শাসন পাকাপোক্ত করতেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। চলমান আন্দোলনে থাকা অনেক নেতাকর্মী বর্তমানে কারাগারে রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না এলডিপি। মন্ত্রী আর এমপি হওয়ার জন্য নয়, এলডিপি জনগণের অধিকার ফিরিয়ে আনার রাজনীতি করে।
বিএনপির সব কর্মসূচিতে এলডিপি অংশ নেবে বলে সাফ জানিয়ে দেন ড. অলি আহমেদ।