বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইলে জন্ম নেওয়া এই ক্রিকেটারকে সবাই চেনেন ‘নড়াইল এক্সপ্রেস’ নামে। নড়াইল-যশোরের একটি বাস সার্ভিসের নাম ‘নড়াইল এক্সপ্রেস’। মাশরাফির নাম ও ছবি ব্যবহার করে অভিনব প্রতারণা করায় তাদের বিরুদ্ধে চটেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য ম্যাশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি বিন মর্তুজা নামে নিজের ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় বাস মালিকদের।
ফেসবুকে ওই পোস্টটিতে মাশরাফি লেখেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের সম্মানিত মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন।’