লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বলেছেন, দেশে ১৬ বছর নমরুদের শাসন চলছিল। মানুষ স্বাধীন দেশে বাস করেও স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেনি। দেশের মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। দেশ চলবে এখন নবীর শাসনের ন্যায়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে আওয়ামী লীগ নমরুদ সরকার। আর কোনোদিন এ হাসিনা সরকারকে দেশে আসতে দেবেনা এদেশের আপামর জনগণ।
পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে ও পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি এম মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কর্নেল অলি বলেন, চন্দনাইশে গত ১৬ বছর মানুষ নির্যাতন ও নিপীড়নের মধ্যে দিনাতিপাত করেছেন।
কথায়-কথায় মামলা হামলা করেছে। পুলিশ বাহিনীকে তাদের পেটুয়া হিসেবে ব্যবহার করেছে। সেদিন এ জাতি আর দেখতে চায় না।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আরও বলেন, আগামী কিছু দিনের মধ্যেই এ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ আসনে তার ছেলে ওমর ফারুক সানি এলডিপি থেকে নির্বাচন করবেন। তাকে বিপুল ভোটে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরকে মেয়র নির্বাচিত করার আহ্বানও জানান।
সভায় উপস্থিত ছিলেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক সানি। বক্তব্য রাখেন- উপজেলা এলডিপির সভাপতি মোতাহার মিয়া, সেক্রেটারি আকতার আলম, আইয়ুব কুতুবী, আকতার উদ্দিন, শাহাদাত হোসেন মুন্না, জমির উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ।