English

30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
- Advertisement -

নতুন দল আত্মপ্রকাশের পর যা বললেন ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

দেশের জন্য সততার সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন সদ্য ঘোষিত দল জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর তিনি এই কথা জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩২ বছর নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছি। যে কটি সরকারকে পেয়েছি তাদের কারও সহযোগিতা পাইনি। সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। ৩২ বছর যে সময় আমি দিয়েছি তা ব্যর্থ হয়েছে।’
এবার দেশের জন্য সততার সঙ্গে কাজ করতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘দেশবাসীর সহযোগিতা চাই। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।’
এ সময় নতুন দলের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘জাতীয় ইনসাফ কায়েম কমিটি নিয়ে ভুল বোঝাবুঝির কারণেই বিএনপি থেকে আমার সরে আসা। তবে বিএনপির কাউকে দোষ দেয়ার নেই। সরকারের চাপে চব্বিশের নির্বাচনে অংশ নিতে হয়েছিল।’

কোনো রাজনৈতিক সুবিধার জন্য দল গঠন হয়নি দাবি করে তিনি বলেন, ‘নতুন জাতীয় ঐক্য গড়তে সবাইকে লাগবে। আদর্শ উদ্দেশ্যের সঙ্গে মিল হলে জোটে যেতে আপত্তি নেই।’

এরআগে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দল ঘোষণা করা হয়। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন: রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।

দলে আরও রয়েছেন: সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

সমন্বয়কারী নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন